Logo
Logo
×

রাজধানী

অবৈধভাবে জমি দখল: বিএনপি নেতা অসীমের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পিএম

অবৈধভাবে জমি দখল: বিএনপি নেতা অসীমের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

নাসির উদ্দিন অসীম

রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় থেকে অবৈধভাবে জমি দখল করে সেটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। পরিবারের সদস্যরা বলেন, জোরপূর্বক বাড়ি দখলের ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে জড়িয়ে দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জমির প্রকৃত মালিকরা এ অভিযোগ করেন। এতে জমির মালিক জাকেরা ইসলাম, নাসরীন সুলতানা, নাহিদ ইসলাম মনিকা, আবিদা ইসলাম, সরফুদ্দিন সোহাগ এবং তাবাসসুম ফেরদৌস শাওন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পরিবারের পক্ষে নাহিদ ইসলাম মনিকা বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে, শুক্রবার জনৈকা পারভীন সংবাদ সম্মেলনে হয়তো কোন ব্যক্তি বিশেষের প্ররোচনায় রাজনৈতিক প্রতিহিংসা শিকারের উদ্দেশ্যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন-যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি বলেন, আমি বা আমার পরিবারের কেউ কখনই এই বিষয়ে ব্যারিস্টার অসীমের শরনাপন্ন হয়নি এবং তিনি আমার জানা মতে এ বিষয়ে কোন কিছুই জানেন না। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার অসীম সাহেবকে জড়িয়ে মিথ্যাচার এবং তার নাম বার বার উচ্চারণের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, পারভীন গং নিজেদের স্বার্থ এবং তার আশ্রয়দাতারা ফায়দা হাসিলের জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। এছাড়া ব্যক্তিগত প্রতিহিংসার জেরে আরো কয়েকজনের নাম জড়ানো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

মনিকা বলেন, এই বাড়ি ও জমি আমাদের, আমরা এর প্রকৃত মালিক হওয়া স্বত্ত্বেও তারা আজও পর্যন্ত বাড়িটি জরবদখল করে আছে। সংবাদ সম্মেলন করলে আমরা করবো, আমরা সাংবাদিক ভাইদের কাছে এই বাড়ি উদ্ধারের জন্য অনুরোধ করবো। আমাদের প্রত্যাশা আপনারা সত্য ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করার মধ্যমে আমাদের ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করবেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে আমার বাবা নুরুল ইসলাম তালুকদার বৈধভাবে ক্রয় করে এই জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু কীভাবে পারভীন গংরা অবৈধভাবে কোন রকম কাগজপত্র ছাড়া জমির মালিকানা দাবি করে এবং গত ১৪ সেপ্টেম্বর জোরপূর্বক সেই বাড়ি দখল করে আছেন সে সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম