স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্ৰেডে অন্তর্ভুক্তির দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক পদধারী স্বাস্থ্য কর্মীদের নিয়োগ বিধি সংশোধন করে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্ৰেড প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক আখিল উদ্দিন, সদস্য সচিব মোজাম্মেল হক প্রমুখ।
লিখিত বক্তৃতায় আখিল উদ্দিন বলেন, আমরা সমগ্র বাংলাদেশে ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থায়ী টিকাদান কেন্দ্র (ইপিআই) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা দান কাজে নিয়োজিত।
তিনি বলেন, ১০টি মারাত্মক সংক্রামক রোগ- শিশুদের যক্ষ্মা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া, রুবেলা এবং ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের ৫ (পাঁচ) ভোজ টিটি/টিডি টিকা দেওয়া হয়।
আখিল উদ্দিন বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রোগ্রামে ভিটামিন এ খাওয়ানো, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, যক্ষ্মা রোগী অনুসন্ধান, ওটস পদ্ধতির মাধ্যমে যক্ষ্মা রোগীদের ওষুধ খাওয়ানো, উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান ও কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
তিনি বলেন, মাঠ পর্যায়ে কোভিড-১৯ এর টিকাদান ও মহিলাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকা আমরাই দিই। আমাদের টিকাদান কার্যক্রমের সফলতার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার অর্জন করেছেন আন্তর্জাতিক পুরস্কার এমডিজি অ্যাওয়ার্ড, ধনুষ্টংকার নির্মূল সনদ, পোলিও নির্মূল সনদ এবং সর্বশেষ গ্যাভি কর্তৃক বাংলাদেশ সরকারকে ভ্যাক্সিন হিরো পুরস্কারসহ আরও পুরস্কার দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা, একেএম মাইনুদ্দিন খোকন প্রমুখ।