যাত্রাবাড়ীতে যুবদল নেতা তুষারের পূজা মণ্ডপ পরিদর্শন
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রাবাড়ীর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান উল্যাহন তুষার। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দয়াগঞ্জসহ ৪/৫টি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি দয়াগঞ্জ জেলেপাড়া শ্রী-শ্রী রক্ষাকালী মন্দির কমিটির সভাপতি রবিন দাস, শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সুঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক সুকুমার রাজবংশী পূজা মণ্ডপগুলোর পরিচালনা কমিটির সদস্য, পুরোহিত ও মণ্ডপে নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সাড়ম্বরে ও শান্তিপূর্ণ উপায়ে উদযাপনের জন্য তিনি সার্বিক সহযোগিতা করবেন বলেও জানান। যেসব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি সেগুলো দ্রুত লাগানোর পরামর্শ দেন।
তিনি বলেন, পরিস্থিতি গোলাটে করতে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে একটি মহল দুর্গাপূজা উপলক্ষে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। এ বিষয়ে আমরা সতর্ক ও সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা বিল্লাল হোসেন, হিসাম উদ্দিন সুজন, সামিউল্যাহ সামু, আরকে রানা, নজরুল ইসলাম নজর, জালাল আহমেদ প্রমুখ।