রাজধানীর পূজামণ্ডপ থেকে তিন ছিনতাইকারী আটক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৪ এএম
রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ থেকে তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার পরে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাত আটটার পর তাঁতীবাজার পূজা কমিটির মণ্ডপের পেছনে তিন জন ছিনতাইকারী এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করার সময় অন্যরা তাদের ধরে ফেলার চেষ্টা করলে অভিযুক্তরা চার জনকে ছুরিকাঘাত করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টায় মণ্ডপে একটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে তারা।
এসময় পূজা মণ্ডপে উপস্থিত পুলিশ অভিযুক্তদের আটক করে কোতওয়ালী থানায় নিয়ে যায়।
আটক তিন জন হলেন, গাইবান্ধার ইউসুফপুরের আকাশ (২৩), পটুয়াখালী সদরের লাউকাটীর মো. হৃদয় (২৩) ও নোয়াখালীর বেগমগঞ্জের রাজাপুরের মো. জীবন (১৯)।
আহত চার জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতাল পাঠানো হয়েছে। তারা হলেন- ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)।
পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে কোতওয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ। মণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তাঁতীবাজারে পূজা কমিটির মণ্ডপের পাশে ছিনতাইকারীদের ধরতে গেলে তারা কয়েক জনকে ছুরিকাঘাত করে। এসময় ছিনতাইকারীরা একটি সবুজ বোতল ছুড়ে মারে, এটির ভেতরে লিকুইড ছিলো। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে এটি আসলে কী। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।