কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম
কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ফুয়াদ মৃধা (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চালকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। মৃতের বিয়াই মো. মাসুম বলেন, ফুয়াদ পেশায় ড্রাইভার আল নূর চক্ষু হাসপাতালে কর্মরত রাত আনুমানিক ৯টার দিকে তার অফিস মোহাম্মদপুরে ডিউটি শেষ করে নিজের মোটরসাইকেল নিয়ে কাজলা ভাড়া বাসায় ফিরছিলেন।
পথে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ফুয়াদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক এসআই তহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।