Logo
Logo
×

রাজধানী

ছাত্র-জনতার ওপর সশস্ত্র আক্রমণ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৮:০০ পিএম

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরবকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জের নতুন শুভ্যাড্ডার মো. বাসার আহম্মেদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জসীম আহম্মেদ নীরবসহ ৩০১ জন এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে।তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম