কারিগরি শিক্ষায় নিয়োগ
জুনিয়র ইন্সট্রাক্টর পদের ফল প্রকাশের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক সংকট নিরসনে ‘জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)’ পদের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদপ্রত্যাশীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন দুই শতাধিক পদপ্রত্যাশী।
মানববন্ধনে বক্তৃতা করেন জুনিয়র ইন্সট্রাক্টর ফলপ্রত্যাশীদের প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন। এছাড়া বক্তৃতা করেন সমন্বয়ক মো. বাচ্চু মিয়া, মো. শাহজাহান, মোহাম্মদ ফারুক হোসেন, আসিফুজ্জামান ও একে রাকিব।
বক্তারা বলেন, ৩০৬১টি পদের বিপরীতে ৭২০০ জন প্রার্থী ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন। এখন চূড়ান্ত ফল প্রকাশের পালা। অথচ আমাদের ফল প্রকাশ করা হচ্ছে না। তারা বলেন, এই মুহূর্তে সরকারপ্রধান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনকে ইতিবাচক মতামত না পাঠালে ফল প্রকাশ সম্ভব নয়। তাই সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে আমাদের ফল প্রকাশের জন্য কার্যকরি পদক্ষেপ না নিলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান তারা।