চটপটি খাওয়াকে কেন্দ্র করে থাপ্পড়, নিহত ১
যুগান্তর প্রতিবেদক (ঢাকা উত্তর)
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
ঢাকার ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে থাপ্পড়ের জেরে মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার এসআই কাউসার মাহমুদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহবুবুর রহমান ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকার বাসিন্দা। অভিযুক্ত বজলু ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চটপটি খাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে মারামারি লাগে দুজনের মধ্যে। মারামারির একপর্যায়ে প্রতিপক্ষের থাপ্পড়ে মাটিতে লুটিয়ে পরে। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। লাশের গায়ে থাপ্পড় ছাড়া তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ হাসপাতালে রাখা হয়েছে।
এসআই কাউসার মাহমুদ বলেন, লাশ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।