Logo
Logo
×

রাজধানী

সপ্তাহের শেষ দিনে তীব্র যানজটে নাকাল নগরবাসী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম

সপ্তাহের শেষ দিনে তীব্র যানজটে নাকাল নগরবাসী

সপ্তাহের শেষ দিনে তীব্র যানজটে নাকাল নগরবাসী

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে রাজধানীতে তীব্র যানজট দেখা যাচ্ছে। সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোতে যানজট লক্ষ করা যায়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন অফিস ও কর্মক্ষেত্রের উদ্দেশে বের হওয়া মানুষজন।

ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রায় সব দিনেই রাজধানীতে তীব্র যানজট দেখা যায়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে যানজট ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। 

স্বাভাবিক সময়ে সাধারণত সকালে অফিস সময়ে এবং বিকেলে অফিস ছুটির সময়ে যানজট লক্ষ করা গেলেও প্রধান সড়কগুলোতে এখন প্রায় সারা দিনই যানজট লেগে থাকছে। 

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। আসাদ অ্যাভিনিউ, মিরপুর রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বিজয় সরণি, বনানী ও মহাখালী, মিরপুর ফার্মগেট, মতিঝিল, বাড্ডা-রামপুরা সড়কসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা যায়।

তীব্র এই যানজটের কারণে একদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, অন্যদিকে ভ্যাপসা গরমের কারণে নাকাল নগরবাসীর জীবন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম