ঢাকায় দিনভর বর্ষণ
বৃষ্টি জলজট আর যানজটে চরম জনদুর্ভোগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি রোববারও সারাদিন ঝরেছে। এতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। এতে নিয়মিত যানজটের পাশাপাশি সৃষ্টি হয়েছে জলজটের। ভাঙাচোরা সড়কে যানজট ও জলজটে রোববার চলাচলের সময় নগরবাসীকে বেশ নাকাল হতে দেখা গেছে।
ভোর থেকে সারাদিনই রাজধানীতে কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। একই সঙ্গে ছিল মৃদু থেকে মাঝারি মাত্রায় বাতাসও। এর ফলে একান্ত জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। আর দিনমজুরের মতো খেটে খাওয়া মানুষের রোজগার হয়নি বললেই চলে। রাজপথে গণপরিবহণের সংখ্যাও ছিল খুব কম। এতে বাইরে বের হওয়া নগরবাসী পড়েন চরম বিপাকে। স্কুলগামী শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে স্কুলে গেলেও বাতাসের কারণে বৃষ্টির পানিতে ভিজে একাকার হতে দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলামুখী সড়কের দু’পাশে পানিতে একাকার হয়ে গেছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বটগাছের পাশের জলমগ্ন ভাঙাসড়কে সিএনজি উলটে যাওয়ার উপক্রম হতে দেখা গেছে।
এছাড়া, মহানগরীর আসাদ গেট, সংসদ ভবন, ফার্মগেট, জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, গুলশান, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, কুড়িল, বসুন্ধরা গেট এলাকার সড়কগুলো জলজটে ছিল পূর্ণ। যানবাহনের গতিও ছিল বেশ ধীর। কুড়িল প্রগতি সরণি সড়কে মেট্রোরেলের কাজ চলমান থাকা ওই সড়কে খানাখন্দগুলো ছিল বৃষ্টির পানিতে পূর্ণ।
ভুক্তভোগীরা জানিয়েছেন, সারাদিন বিরতিহীন রিমঝিম থেকে মুষল ধারে বর্ষণ ও বাতাসের কারণে শীতের আমেজ বিরাজ করছে নগরীতে। এজন্য বাইরে বের হয়ে বৃষ্টিতে ভিজে অনেকেই ঠান্ডায় কষ্ট পেয়েছেন।
তারা আরও জানায়, কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকার জনজীবন। তবে রোববারের ভোগান্তি আগের কয়েক দিনের ভোগান্তিকে ছাড়িয়ে গেছে। এদিন সকাল থেকে অবিরাম বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সপ্তাহের শুরুর দিন অফিস স্কুল কলেজ খোলা থাকায় অফিসগামী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল অসহনীয় পর্যায়ে।
রাজধানীর ঢাকা উদ্যানের বাসিন্দা ইমরুল হোসেন যুগান্তরকে বলেন, ব্যক্তিগত কাজে তাকে বাড্ডায় যেতে হয়। সড়কে যানবাহন কম ও জলজট থাকায় চারটি পরিবহণ বদলে ঢাকা উদ্যান থেকে বাড্ডায় পৌঁছেছেন। বৃষ্টির কারণে আজ সাধারণ দিনের চেয়ে তাকে দ্বিগুণেরও বেশি ভাড়া গুণতে হয়েছে বলে জানান।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে সাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। বৃষ্টি ও বাতাস কমলে মানুষের চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।