গাউছিয়া মার্কেটের সভাপতি ফরিদকে গ্রেফতারের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
রাজধানীর গাউছিয়া মার্কেটের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. রিয়াজ হত্যা মামলার অন্যতম আসামি ফরিদ উদ্দিন আহমেদকে গ্রেফতারের দাবি উঠেছে।
শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ইউনুছ পাটোয়ারী লিখিত বক্তব্যে বলেন, ‘ফরিদ উদ্দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপসের খুবই ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হওয়ায় অন্যায় ও অবৈধভাবে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে আমার ৩৭৪/১ এলিফ্যান্ট রোডের বাড়ির চলাচল ও স্যুয়ারেজ লাইনের রাস্তা জবর দখল করে ঘর নির্মাণ করে। আমার ছোট ভাই নিউমার্কেট থানায় ওই বিষয়ে গত বছর জিডি করে। স্যুয়ারেজ লাইনের ওপর দোকান বানিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্যুয়ারেজ লাইন পরিষ্কার করতে না পারার ফলে বন্ধ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। স্যুয়ারেজ লাইন বন্ধ হওয়ার কারণে ওখানে গ্যাস জমে যেকোনো সময় গ্যাস বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং আমার পাশের বিল্ডিং এবং মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে।’
ইউনুছ পাটোয়ারী আরও বলেন, ‘গাউছিয়া মার্কেটের সভাপতি আমার ওপর অন্যায় ও অবৈধভাবে অনেক জুলুম-নির্যাতন করেছে এবং শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষয়ক্ষতি করে আমার সম্মানহানি করেছে। ফরিদ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অন্যতম আসামি। অবশ্যই তাকে গ্রেফতার করা হোক এবং গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হোক।’
এর আগে গত ১০ সেপ্টেম্বর চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন রাজধানীর গাউছিয়া মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। তখন তিনি বলেছিলেন, বিএনপির নাম ভাঙিয়ে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করছে।