Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে শহিদদের স্মরণে সমাবেশ করবে গণসংহতি আন্দোলন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

মোহাম্মদপুরে শহিদদের স্মরণে সমাবেশ করবে গণসংহতি আন্দোলন

মোহাম্মদপুরের বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর অঞ্চল শাখার উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ-আহত ও নিখোঁজদের সংগৃহীত তালিকা প্রকাশ করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ খবর দিয়েছে।

গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর থানার সংগঠক ফাইয়াজ ফিরোজের সভাপতিত্বে ও মোহাম্মদপুর থানার সংগঠক হাসান আল মেহেদীর সঞ্চালনায় কর্মসূচিতে শহিদ-আহত ও নিখোঁজদের পরিবারের সদস্য, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিশিষ্ট সাংবাদিক আশরাফ  কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ঢাকা মহানগর উত্তর গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম