Logo
Logo
×

রাজধানী

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে রিকশাচালক নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে রিকশাচালক নিহত

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প কলেজ গেট এলাকায় মাদক কারবারীদের দুই গ্রুপের গোলাগুলিতে মো. সনু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ হন সনু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সাকিব জানান, সকালে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে কলেজ গেট এলাকায় মাদক কারবারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।  সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় সনু। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

নিহত সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে। নিহত রিকশা চালকের এক ছেলে এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম