Logo
Logo
×

রাজধানী

ভিক্ষুক মাকে হত্যা করল ছেলে! 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম

ভিক্ষুক মাকে হত্যা করল ছেলে! 

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম চান্তারা বেগম (৭০)। তিনি ভিক্ষা করে চলতেন। পারিবারিক কলহের জেরে ছেলে ও ছেলের স্ত্রী মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে ও স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছেন প্রতিবেশীরা। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম