Logo
Logo
×

রাজধানী

রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:২৫ পিএম

রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

কমফোর্ট হাসপাতাল

রাজধানীর কলাবাগান থানাধীন কমফোর্ট হাসপাতালে নাকের অপারেশন করাতে গিয়ে চিকিৎসকদের ভুলে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। তার নাম মো. সামছুদ্দোহা (৪৯)। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

মৃত সামছুদ্দোহার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। ধানমন্ডি ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার থাকতেন। তার বাবার নাম মৃত শামছুজ্জোহা। তিনি মিনিস্টার কোম্পানির বনানী কর্পোরেট শাখার এক্সিকিউটিভ অফিসার ছিলেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

মৃতের ভাগনে আদনান সাদিক রিয়াদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকালে নাকের পলিপাস অপারেশন করানোর জন্য গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাত ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর সময় লাগে। তখনও তারা কিছু বলেননি। যখন রোগীর জ্ঞান ফিরছিল না তখন জানতে চাওয়া হলে তারা জানায়, সে অপারেশন টেবিলে দুইবার স্ট্রোক করেছিল।

পরে সেখান থেকে বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের ভুলের কারণে শামছুদ্দোহা মারা গেছেন। তারা তাকে মেরে ফেলেছে। দায়ীদের বিচার দাবি করেছেন তারা। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম