Logo
Logo
×

রাজধানী

শাহবাগে ১৪ হাজার সিএইচসিপির অবস্থান, পাশে দাঁড়ালেন ভিপি নুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম

শাহবাগে ১৪ হাজার সিএইচসিপির অবস্থান, পাশে দাঁড়ালেন ভিপি নুর

চাকরি রাজস্বকরণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ২০১১ সালে প্রান্তীক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। 

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সিএইচসিপিরা বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবার মান তৃণমূলের জনসাধারণের মন জয় করতে পেরেছে। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষরা কমিউনিটি ক্লিনিক থেকে প্রাপ্ত মাতৃসেবা, প্রসব-পরবর্তী সেবা, পুষ্টি সেবা, পরিবার পরিকল্পনা সেবা, সিএইচসিপি কর্তৃক অনলাইন ডাটা অ্যান্ট্রি, ভায়া রেজিস্ট্রেশন, অনলাইন ডিএইচআইএস-২ সমৃদ্ধকরণ, নন-কমিউনিক্যাবল ডিজিস নিরূপণ ও উচ্চতর সেবাদান কেন্দ্রে রেফার করে কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে রোল মডেল।

তারা বলছেন, ‘কমিউনিটি ক্লিনিক নানা পুরস্কার পেলেও চাকরির শুরু থেকেই নানা অনিয়ম ও শোষণ-পীড়নের শিকার হয়ে আসছে সিএইচসিপিরা। কর্তৃপক্ষের কামখেয়ালিপনা ও লুটতরাজের কারণে দীর্ঘ ১৩ বছরের চাকরি জীবনে বেতন বাড়েনি এক টাকাও।’

বক্তারা বলেন, ‘সিএইচসিপিদের নায্য পাওনা হাইকোর্টের রায়ে সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের প্রতি কর্তৃপক্ষ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের আপিল ডিভিশনে চাকরি রাজস্বকরণের রায়কে বাতিল করে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে ন্যস্ত করেন। ২০১৮ সালে সংসদে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন পাশ করা হলেও আজ অবধি কোনো কার্যক্রম করতে পারেনি। এ যেন আধুনিক যুগে দাসত্বের কর্মশালা।’

এদিকে আন্দোলনে সিএইচসিপিদের পাশে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘সিএইচসিপিদের যৌক্তিক দাবিগুলো যত দ্রুত সমাধান করা যায়, সে চেষ্টা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম