Logo
Logo
×

রাজধানী

বসুন্ধরা সিটির সামনে দোকান মালিক-কর্মচারীদের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

বসুন্ধরা সিটির সামনে দোকান মালিক-কর্মচারীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন বসুন্ধরা সিটির দোকান মালিক ও কর্মচারীরা।

সোমবার সকাল থেকে তারা বসুন্ধরা সিটির সামনে বিক্ষোভ শুরু করেন। এখনো আন্দোলন চলছে। তারা বেশ কিছু দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিচ্ছেন। 

শপিং মলটির এক মোবাইল ফোনের দোকান মালিক বলেন, আগে আমাদের দোকান ছিল শপিং মলটির লেভেল ৪ ও ৫-এ।  এখন আমাদের সেখান থেকে বেইজ ১ ও ২-এ স্থানান্তর করা হয়েছে।  এটা একদম পার্কিংয়ের স্থানের; যেখানে গাড়ি পার্কিং করা হয়। আগে আমাদের বলা হয়েছিল ২০০ টাকা পার স্কয়ার ফিট; সেই ভাড়া নির্ধারণ করে আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত।

সর্বনিম্ন ১২০০ টাকা। সে হিসাবে ২০০ স্কয়ার ফিট দোকানের ভাড়া পড়ছে চার থেকে পাঁচ লাখ টাকা।  ভাড়া কমানো জন্য আমরা ইনচার্জের সঙ্গে কথা বলি।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কথা বললে মারধরের হুমকি দেওয়া হয়।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম