শহিদ শিক্ষার্থীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
কোটা সংস্কার আন্দোলনে শহিদ সব শিক্ষার্থীদের স্মরণে রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা।
মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হয়।
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ন্যায্য একটা দাবিতে আন্দোলনে তৎকালীন স্বৈরাচার সরকার যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধেও এত শিক্ষার্থীর প্রাণ দিতে হয়নি। আমরা সাধারণ শিক্ষার্থী ও এই আন্দোলনে যোগ দিয়ে যারা শহিদ হয়েছেন, সেসব শহিদদের রূহের মাগফিরাত কামনাসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই স্বৈরশাসক ও তার সহযোগীদের সবার বিচার চাই। এ বাংলার মাটিতে এনে যেন তাদের সবার বিচার করা হয়। তাহলে আন্দোলনে শহিদ হওয়া সব শিক্ষার্থী ও জনতার আত্মা শান্তি পাবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকবর হোসেন বলেন, ‘আজকে আমরা মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে আমাদের সব শহিদ ভাইদের স্মরণ করেছি৷ স্বৈরাচারের বিদায়ের মধ্য দিয়ে আমাদের ছাত্র-জনতার যেভাবে জয় হয়েছে, আমরা চাই ঠিক সেভাবে আমাদের সব ভাইদের হত্যাকারীদের দেশে এনে যেন সুষ্ঠু বিচার করা হয়। আমরা আমাদের সব শহিদ ভাইদের হত্যার বিচার চাই।’
আরেক শিক্ষার্থী নাজনীন বলেন, ‘আমরা আমাদের জন্মভূমিতে স্বৈরাচারের বিচার করব। আমরা চাই আমাদের দেশে স্বৈরাচার সরকারের আমলে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ড, গুম ও খুনের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের দেশের সব গ্লানি মুছে যাবে।’
এ প্রজ্বালনে মোহাম্মদপুর, তেজগাঁও ও ধানমন্ডিসহ আশপাশের এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।