Logo
Logo
×

রাজধানী

ইসকনের সাধারণ সম্পাদকের সঙ্গে আলেমদের মতবিনিময় 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১০:০৮ পিএম

ইসকনের সাধারণ সম্পাদকের সঙ্গে আলেমদের মতবিনিময় 

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণভবনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে সাধারণ জনগণ হামলা চালিয়েছিল। 

এই উত্তপ্ত পরিস্থিতিতে এ দেশের আলেম সমাজ সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ করে আসছিল। 

বিশেষ করে হিন্দু সমাজের নিরাপত্তার জন্য আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। রাত জেগে তাদের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে।
আজ সোমবার বিকালে রাজধানীর ওয়ারিতে ইসকন মন্দিরে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারীর সঙ্গে আলেম সমাজের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

প্রতিনিধি দলে ছিলেন- যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মুফতি গোলাম মাওলা কাসেমী, বাংলাদেশ-ভারত সংখ্যালঘু মৈত্রী সংঘের সভাপতি মাওলানা মাসরুর আহমদ, খিদমাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানী গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী ও মুফতি রিয়াজুল ইসলাম প্রমুখ।

ইসকন সাধারণ সম্পাদক মন্দির পাহারায় আলেম-ওলামার ভূমিকায় ভুয়সী প্রশংসা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম