Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কের গেটের নাম ‘শহিদ আবু সাঈদ গেট’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৩:৫২ পিএম

যমুনা ফিউচার পার্কের গেটের নাম ‘শহিদ আবু সাঈদ গেট’

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তের পকেট গেটের নাম এখন শহিদ আবু সাঈদ গেট। শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে এসে পকেট গেটে নতুন নাম সম্বলিত ব্যানারটি ঝুলিয়ে দেয়।

এ সময় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ নিয়েছেন তারা। 

তারা বলেন, যমুনা ফিউচার পার্কের এ গেটটি দীর্ঘদিন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। এখন তরুণ প্রজন্ম উন্মুক্ত গেটে এ ব্যানার দেখা মাত্রই শহিদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করতে পারবেন।

গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাঈদ। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদ আবু সাঈদ (২৫) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম