Logo
Logo
×

রাজধানী

পোশাক শিল্পে ফিরেছে কর্মচঞ্চলতা 

Icon

যুগান্তর প্রতিবেদক (ঢাকা উত্তর)

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম

পোশাক শিল্পে ফিরেছে কর্মচঞ্চলতা 

ফাইল ছবি

ঢাকা উত্তরের সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কারফিউ শিথিল হওয়ার পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে তৈরি পোশাক গার্মেন্টস শিল্পে। 

বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা ৬ দিন পর স্ব-স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগদান করেছেন। শিল্প এলাকায় এবং মহাসড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

বৃহস্পতিবার থেকে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল ছাড়াও ব্যাংক এবং সরকারি-বেসরকারি অফিস স্বাভাবিকভাবে চলতে শুরু করে। ফলে গার্মেন্টস ও অন্যান্য কারখানাগুলোতে শ্রমিকদের যাতায়াতে ও যোগদানে কোনো সমস্যা হয়নি। 

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) নির্বাহী পরিচালক মো. আহসান কবীর জানান, ঢাকা ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের ৮৬টির মধ্যে ৮৬টিই চালু হয়েছে। গার্মেন্টসগুলোতে শ্রমিকদের উপস্থিতি সন্তোষজনক।

এর আগে বুধবার কিছু কিছু প্রতিষ্ঠানে কাজ শুরু হয়। তবে যানবাহনের কারণে শ্রমিক উপস্থিতি কম ছিল।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মো. সারওয়ার আলম জানান- সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে প্রায় দুই হাজার প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠান ছাড়া সব শিল্প প্রতিষ্ঠানেই কাজ শুরু হয়েছে। শিল্প এলাকায় এবং মহাসড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম