সশস্ত্র দুর্বৃত্তের কবলে ব্যবসায়ী, ১০০ ভরি স্বর্ণ লুট
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:১৬ পিএম
ফাইল ছবি
রাজধানীর ডেমরায় মো. মনির হোসেন (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে ১০০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ১১টার দিকে কোনাপাড়া আলআমিন রোডের এশিয়াটিক মার্কেট সংলগ্নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দৃর্বৃত্তরা ব্যবসায়ীর পথরোধ করলে তিনি চিৎকার শুরু করেন। এতে পথচারীরা এগিয়ে আসলে দৃর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক তৈরির পাশাপাশি পথচারীদের গুলি ও ছুরিকাঘাত করে। এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী মনিরসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় লোকজন জড়ো হতে থাকলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় আল-আমিন (৩০) নামে এক দৃর্বৃত্তকে জনতার আটক করে। পরে গণধোলাই খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকেও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
স্বর্ণ ব্যবসায়ী মনিরের খালাত ভাই মো. হুমায়ুন কবিরসহ স্থানীয়রা জানান, মনির গণি সুপার মার্কেটে ফারহিন জুয়েলার্স নামে তার দোকান বন্ধ করে পাশের এশিয়াটিক মার্কেটের ভবনে অবস্থিত বাসায় ফিরছিলেন। এ সময় অস্ত্র ও বোমাসহ একদল দুর্বৃত্ত তাকে আটক করে স্বর্ণ ছিনিয়ে নিতে চাইলে সে চিৎকার শুরু করে। এ ঘটনায় পথচারীরা এগিয়ে আসলে দৃর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মনিরের পায়ে গুলি করে তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা পথচারীদের গুলি করে ভয় দেখিয়ে ছুরিকাঘাত করতে থাকলে ৫ জন গুরুতর আহত হওয়ার।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, রোববার রাত ১১টার দিকে হঠাৎ দৃর্বৃত্তরা অতর্কিতভাবে মনিরের কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে আল-আমিন (৩০) নামে এক দৃর্বৃত্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।