Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে জালসনদ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৯:৩৩ পিএম

রাজধানীতে জালসনদ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

গ্রেফতাররা হলেন- রাকিব হাসান (২৫) ও শাহ আলম মিজি (৩৯)। বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বুধবার সন্ধ্যায় নিউমার্কেটের বাকুশাহ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। তাদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, একটি শিক্ষা সনদ ও একটি মার্কশিট উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল জানান, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিল। তারা টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালাতেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম