বিএসএমএমইউ’র পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কঠোর আন্দোলনের হুমকি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১০:২৫ পিএম
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত পদোন্নতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পদোন্নতিবঞ্চিত চিকিৎসকরা। কর্মসূচিতে থাকবে লাগাতার অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন।
মঙ্গলবার বিএসএমএমইউ’র উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এমন হুঁশিয়ারি দেন পদোন্নতিবঞ্চিত ৪৫ চিকিৎসক।
তাদের অভিযোগ, ২০০৩-২০০৪ সালে ২০০ চিকিৎসক বিএসএমএমইউতে নিয়োগ পান। বিএনপি সরকারের আমলে নিয়োগের অজুহাতে কর্তৃপক্ষ দুই দশকেও তাদের পদোন্নতি দেয়নি। পদোন্নতির দাবিতে ভুক্তভোগী চিকিৎসকরা উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রেক্ষিতে ৪৫ চিকিৎসককে পদায়নে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর এক মাস পার হলেও তা কার্যকরে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অবস্থান কর্মসূচিতে ডা. কাজী কামরুল ইসলাম বলেন, আদেশ বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি। মেডিকেল অফিসার মাহবুব জাকির বলেন, আমরা ২১ বছরেও পদোন্নতি পেলাম না। অথচ আমাদের শিক্ষার্থীরাও সহযোগী অধ্যাপক হয়ে গেছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমনটা করা হয়েছে।
রিটকারী চিকিৎসকরা আরও বলেন, ৫৪টি বিভাগের প্রায় দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। যারা যোগদানের পর একই পদে (মেডিকেল অফিসার হিসাবে) কর্মরত রয়েছেন। অল্প কিছু সংখ্যক কনসালট্যান্ট হিসাবে পদোন্নতি পেয়েছেন।
৩ জুন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ফুল বেঞ্চ রিটকারী চিকিৎসকদের সহকারী অধ্যাপক পদে অবিলম্বে পদায়ন করার হাইকোর্টের আদেশ বহাল রেখে নির্দেশনাসহ রিট নিষ্পত্তি করেন।