হাতে সময় নিয়ে সড়কে বের হওয়ার পরামর্শ পুলিশের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৯:১৩ এএম
রথযাত্রাসহ কয়েকটি কর্মসূচি ঘিরে অন্যান্য দিনের চেয়ে রোববার রাজধানীতে বেশি যানজট হতে পারে বলে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বিশেষ করে- রমনা, মতিঝিল ও ওয়ারী এলাকার চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
শনিবার রাতে ডিএমপি জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, আজ রোববার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় ও কোটাবিরোধী আন্দোলনের ফলে ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী এলাকার জনগণকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।