Logo
Logo
×

রাজধানী

‘গরিব মারার বাজেট মানি না, মানব না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১১:১৩ পিএম

‘গরিব মারার বাজেট মানি না, মানব না’

ঘুস, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শুক্রবার সাধারণ শ্রমজীবী মানুষেরা বিক্ষোভ মিছিল করেছে। বিকালে রাজধানীর আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে মিছিলটি শেষ হয়। 

এ সময় তারা বলেন, গরিব মারার বাজেট মানি না, মানব না। দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে। ডামি সরকারের সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, কমাতে হবে। এসব স্লোগানে উত্তাল হয়ে ওঠে শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল। 

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্য কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম