Logo
Logo
×

রাজধানী

ভিটেমাটি ফেরত পেতে প্রেস ক্লাবে আমরণ অনশনে এক পরিবার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৮:৫৩ পিএম

ভিটেমাটি ফেরত পেতে প্রেস ক্লাবে আমরণ অনশনে এক পরিবার

ভিটেমাটি ফেরত পেতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছে এক কৃষক পরিবার। কক্সবাজারের খুরুশকুল তেতৈয়া এলাকার ভূমিদস্যু জাহাঙ্গীর কাশেমের জবরদখল থেকে নিজেদের ভিটেমাটি ফেরত চান তারা। 

শনিবার অনশনের ১৩তম দিনে কৃষক দিদারুল আলম অভিযোগ করে বলেন, এখনো পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়াননি কেউ।

তিনি বলেন, ২০২১ সালের জানুয়ারিতে স্থানীয় রাজাকারপুত্র ভূমিদস্যু জাহাঙ্গীর কাশেমের নেতৃত্বে ফয়েজ উল্লাহ মেম্বার, ইমতিয়াজ মিয়া, আফসার মিয়া, সরোয়ার কামাল, ইশতিয়াক মিয়াসহ কয়েকজন আমার বাড়িঘর লুটপাট ও ভিটেবাড়ি ভেঙে দিয়ে ৫ একর পৈতৃক জমি জবরদখল করে নেয়। তারা ওই জমি স্থানীয় আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের বলে দাবি করে। ভূমিদস্যুদের প্রভাব প্রতিপত্তির কারণে প্রশাসনসহ সবাই নীরব ভূমিকা পালন করে। নিজের ভিটেবাড়ি ফিরে পেতে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও বিচার পাননি। 

দিদারুল আরও বলেন, ২০২১ সালের ১৩ অক্টোবর জেলা প্রশাসক ভবনের সামনে আমরণ অনশন করি। অনশনের দ্বিতীয় দিন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ অনশন ভাঙান। কিন্তু ৩ বছরে আমি কোনো বিচার পায়নি, এমনকি মেরে ফেলার হুমকি দেওয়ায় দুই বছর পরিবারসহ পালিয়ে বেড়াচ্ছি। এ সময়ের মধ্যে তারা আমার বাবাকে কয়েকবার হামলা চালিয়ে আহত করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম