Logo
Logo
×

রাজধানী

সৌদির আগেই ঢাকায় ঈদের নামাজ পড়লেন কয়েকশো মুসল্লি!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১১:২৯ এএম

সৌদির আগেই ঢাকায় ঈদের নামাজ পড়লেন কয়েকশো মুসল্লি!

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাত। ছবি : সংগৃহীত

সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করার কথা বললেও সেই সৌদির আগেই ঈদের জামাত শেষ করেছে ঢাকার কয়েকশো মুসল্লি। 

রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথ এলাকায় একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদের জামাত করেন তারা। এ সংবাদ প্রকাশ হওয়ার পর সৌদি প্রবাসীরা বিষয়টি নিয়ে বলেন, সৌদিতে এখন রাত সাড়ে ৪টা বাজে। যদি সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করতে হয় তাহলে ঈদের জামাত সৌদির আগে কেন? 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেটিজেনরা। 

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাত করেন শতাধিক মুসল্লি। এ সময় সেন্টারে শিশু ও নারীরাও ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এ ঈদ উদযাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও।

এসময় মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে আমরা কেন একদিন পরে ঈদ পালন করব, এবছরই নতুন নয় এর আগেও আমরা একদিন আগে ঈদ পালন করেছি।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল আজহা সোমবার (১৭ জুন) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় রোববার উদযাপিত হচ্ছে ঈদ।

যার মধ্যে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, ঝিনাইদহ ও বরিশালের বেশ কয়েকটি স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম