Logo
Logo
×

রাজধানী

চরফ্যাশন উপজেলা পরিষদে পুনঃনির্বাচন দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:৪০ পিএম

চরফ্যাশন উপজেলা পরিষদে পুনঃনির্বাচন দাবি

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে পুনঃনির্বাচন দাবি করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ প্লাবন কিবরিয়া (ঘোড়া প্রতীক)। 

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তিনি। ৬ জুন চরফ্যাশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

লিখিত বক্তৃতায় কিবরিয়া বলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু থেকেই প্রার্থী জয়নাল আবেদীনের (মোটরসাইকেল) লোকজন স্থানীয় সংসদ-সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের প্রভাব কাজে লাগিয়ে আমাকে ও আমার কর্মী-সমর্থকদের ব্যাপক হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি আমার কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ বিষয়ে আমি চরফ্যাশন থানায় বেশ কয়েকটি অভিযোগ করেছি। 

তিনি বলেন, নির্বাচনের দিন অনেক কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও নির্বাচনের আগের রাতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখানো হয়েছে। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। যা আমি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বারবার জানিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম