লন্ডনপ্রবাসী প্রাক্তন স্বামীর মামলার হয়রানি থেকে পরিত্রাণের আকুতি লিমার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৯:২৪ পিএম
লন্ডনপ্রবাসী প্রাক্তন স্বামীর মিথ্যা মামলার হয়রানির অভিযোগ তুলে তা থেকে পরিত্রাণের আকুতি জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জের চোঘরী গ্ৰামের লিমা বেগম।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দুই শিশু সন্তানকে নিয়ে লন্ডনপ্রবাসী প্রাক্তন স্বামী সামছুল ইসলাম বাচ্চু ও তার কথিত প্রেমিকা রুমি সিদ্দিকির বিরুদ্ধে এমন অভিযোগ করে এ থেকে পরিত্রাণ চান লিমা।
নিজের ও দুই সন্তানের জীবনের নিরাপত্তায় সহযোগিতা কামনা করে লিখিত বক্তৃতায় লিমা বলেন, প্রাক্তন স্বামীর মিথ্যা মামলায় বর্তমানে উচ্চ আদালত থেকে ৭ দিনের জামিনে রয়েছি। আমার প্রাক্তন স্বামী ও তার প্রেমিকা মিলে আমাকে মারধর করে দুই শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনা আদালতে মামলা করলে আপস-মীমাংসা করে। কিন্তু সন্তানদের খোরপোশ চাইলে পরবর্তীতে লন্ডন থেকে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। এতে আমি পুনরায় আইনের আশ্রয় নেওয়ার কথা বললে তিনি আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান। এখন আমি সন্তান নিয়ে চরম কষ্টে দিন পার করছি।
হয়রানি থেকে মুক্তি চেয়ে স্বামী ও তার প্রেমিকার বিচার দাবি করেন লিমা।
২০২৩ সালের ২৪ অক্টোবর বাচ্চুর সঙ্গে ডিভোর্স হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন লিমা।