জেনেভা ক্যাম্পে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৯০
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:১৪ পিএম
![জেনেভা ক্যাম্পে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৯০](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/05/26/image-809470-1716732894.jpg)
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পেট্রলবোমা বিস্ফোরণের পর তিন দিনে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। এর আগে ৯ এপ্রিল জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা করেন এসআই মোহাম্মদ রেজাউল। এই দুই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কামরান ওরফে কান কামরান, সেলিম, মহসীন, ওমর, মুক্তা, রাহুল, হৃদয়, সনু ওরফে গলাকাটা সনু, আরিফ ও মেহেদীসহ ৯০ জন।
সাধারণ বাসিন্দাদের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা সংঘর্ষের জন্য বাইরে থেকে লোক ও অস্ত্র ভাড়া করে নিয়ে আসে। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের দাবি, মাদক বিক্রেতাদের সঙ্গে যেন কোনো সাধারণ মানুষকে হয়রানি না করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, আমরা মাদক নির্মূলের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা মাদক নির্মূলে ক্যাম্পের ভেতর অভিযান পরিচালনা করছি। আশা করছি আমরা মাদক নির্মূল করতে পারব।