Logo
Logo
×

রাজধানী

‘ভোক্তা অধিকারের বিরুদ্ধে উচ্চ আদালতে তনি’ প্রতিবেদনের প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১০:৫২ পিএম

‘ভোক্তা অধিকারের বিরুদ্ধে উচ্চ আদালতে তনি’ প্রতিবেদনের প্রতিবাদ

‘ভোক্তা অধিকারের বিরুদ্ধে উচ্চ আদালতে তনি’- শীর্ষক যুগান্তর অনলাইনে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল স্বাক্ষরিত এ প্রতিবাদলিপি পাঠানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘ভোক্তা অধিকারের বিরুদ্ধে উচ্চ আদালতে তনি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। বর্ণিত প্রতিবেদনটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনটিতে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর তথ্য সন্নিবেশিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘ভোক্তা অধিকার রক্ষা এবং অধিদপ্তরের গণমুখী কার্যক্রম জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমের ভূমিকাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। এ অধিদপ্তর সম্পর্কে মিথ্যা তথ্য সংবলিত নেতিবাচক প্রতিবেদন নিতান্তই অনভিপ্রেত, দুঃখজনক, হতাশাব্যঞ্জক ও দুরভিসন্ধিমূলক।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম