ছবি: সংগৃহীত
অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশাচালকরা।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা।
এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
এমপি আনার নিখোঁজের বিষয়ে যা জানালেন ডিবিপ্রধান
তিনি বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
এর আগে অটোরিকশাচালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া মিরপুর বেনারসি পল্লির ৪ নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েকটা গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা।
দুপুর সোয়া ১টার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। গন্তব্যে যেতে মানুষকে হেঁটে রওনা দিতে হচ্ছে।
প্রসঙ্গত, সকাল ১০টায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর, কালশী, পুরবী, মিরপুর-১, টেকনিক্যাল, রাইনখোলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কয়েকশ রিকশাচালক। এতে মিরপুর ১, ২, ১০, ১১, ১২ ও কালশী এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।