লেগুনার লুকিং গ্লাস লাগানো নিয়ে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৪:৫১ এএম
৬৮৪টি লেগুনা গাড়ির দুই সাইডে লুকিং গ্লাস লাগাতে বাধ্য করা হচ্ছে। এ ব্যাপারে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ। লুকিং গ্লাস না লাগানোর কারণে ৪৩টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক ওয়ারী বিভাগ। শাস্তির ভয়ে শতাধিক লেগুনা সড়কে নামানো হয়নি।
শুক্রবার যাত্রাবাড়ী-চিটাগাংরোড, যাত্রাবাড়ী-স্টাফ কোয়ার্টার, যাত্রাবাড়ী-পোস্তগোলা সড়কে ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম ও এডিসি সুলতানা ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি আশরাফ ইমাম যুগান্তরকে বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে লেগুনা গাড়িতে লুকিং গ্লাস লাগাতে, অপরিপক্ক চালক দিয়ে লেগুনা না চালানো এবং যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি সড়কে না নামাতে লেগুনা মালিকদেরকে ডেকে নিয়ে বুধবার ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সময় শেষ হওয়ার পর শুক্রবার সকাল থেকে সড়কে আমরা অভিযান পরিচালনা করি।
তিনি আরও বলেন, মেগাসিটি ঢাকার যানজটকে সহনীয় পর্যায়ে রেখে এবং নগরবাসীকে সড়কে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ।