বিমানবন্দর ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে একটি প্রাইভেটকার আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ৪০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, ১২টা ১০ মিনিটের সময় আগুনের সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। আগুনে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিট, যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।
তিনি জানান, গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে বিমানবন্দরের সামনে ওভারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে দুজন ছিলেন। তারা নিরাপদে নেমে যান।