Logo
Logo
×

রাজধানী

সদ্যবিধবা রোকসানা অথৈ সাগরে

লিটনের জীবনের দাম  ৬০ হাজার টাকা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১০:৫৪ পিএম

লিটনের জীবনের দাম  ৬০ হাজার টাকা!

প্রতীকী ছবি

ঈদুল ফিতরের পর ১৭ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাস সুপারভাইজার মোহাম্মদ লিটন। সেদিনই তার পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। 
সদ্যবিধবা রোকসানা দুই সন্তান নিয়ে এখন অথৈ সাগরে। 

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর যে ভাড়া বাড়িতে বাস করতেন সেই বাড়িওয়ালা এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন। কিন্তু কতদিন ছাড় দেবেন বাড়িওয়ালা? এরই মধ্যে ঘরে চাল-ডাল, তেল-নুন, সবজির বাড়বাড়ন্ত। প্রতিবেশী, স্বজনরা প্রথম প্রথম খোঁজখবর নিচ্ছিলেন। কেউ কেউ বাজারের সমস্যার সমাধানও করে দিয়েছেন। কিন্তু আস্তে আস্তে লিটনের বাড়ির দিকে পা মাড়ানো কমছে সবার। 

এদিকে লিটনের এইচএসসি পরীক্ষার্থী মেয়ের রেজিস্ট্রেশন ফি কয়েক স্বজন মিলে মেটালেও সামনের দিনগুলোতে কী হবে? লিটনের ক্লাস নাইন পড়ুয়া ছেলের ভবিষ্যত্ কী? পড়ালেখা কি চালিয়ে যেতে পারবে? এসব প্রশ্নই এখন পরিবারটির সামনে। 

আরও পড়ুন: সংসদে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুললেন মুজিবুল হক

যে গাড়ির সুপাইরভাইজার ছিলেন লিটন সেই সেন্টমার্টিন দ্বীপ পরিবহণের মালিক মোহাম্মদ রানা এসেছিলেন ২৩ এপ্রিল লিটনের বাসায়। এসেই লিটনের নানা দোষ খুঁজে খুঁজে বের করছিলেন। ওইদিনের ক্যাশ বাবদ লিটনের কাছে থাকা ৩৭ হাজার টাকার জন্য যেন তার বুক ফেটে যাচ্ছিল। যে গাড়ির জন্য জীবন গেল সেই গাড়ির পেছনে কত খরচ হয়েছিল তার ফিরিস্তি দিচ্ছিলেন। গাড়ির যে ড্রাইভার, যাকে দিয়ে নির্ঘুম গাড়ি চালাতে বাধ্য করছিলেন, চট্টগ্রাম থেকে গাড়ি নিয়ে সেই রাতে ঢাকায় ফিরতে বাধ্য করছিলেন, যিনি আগের রাতেও নির্ঘুম গাড়ি চালিয়েছেন, এসব নিয়ে কথা নেই, বা নেই পলাতক ড্রাইভার নিয়েও। আর পলাতক মানেই যেন মালিকের রক্ষাকবচ।

২৩ এপ্রিল যাত্রাবাড়ীতে লিটনের ভাড়া বাসায় বসে অনেক মানুষের সামনে লিটনের জীবনের মূল্য মাত্র ৬০ হাজার টাকা ধার্য করে দেন রানা। ক্ষতিপূরণ বাবদ মাত্র ৬০ হাজার টাকা! লিটনের স্ত্রী রোকসানা রেখা মালিক রানার এ আপস প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর আর যোগাযোগ করেননি রানা। 

জানা গেছে, এরপর থেকে গাড়ির মালিক ও সেন্টমার্টিন দ্বীপ কোম্পানির পক্ষে চৌদ্দগ্রাম থানা থেকে গাড়ি ছাড়ানোর দেনদরবার করছেন।  

১৭ এপ্রিল রাত ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চেৌদ্দগ্রাম থানার বাঁশেরকুল নামক স্থানে জোনাকী হোটেলের সামনে সেন্টমার্টিন পরিবহণের বাস (ঢাকা মেট্রো ব-১১-৬১৭৫) দুর্ঘটনায় পড়ে দুমড়ে-মুচড়ে যায়। পেছন থেকে গিয়ে সামনের একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয় বাসটি। বাসের ড্রাইভার পালিয়ে যান। এ সময় সুপারভাইজার লিটনসহ প্রায় ৮ জন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ আহতদের নিকটবর্তী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে নিয়ে যায়। গুরুতর আহতদের সেখান থেকে কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বাসের সুপারভাইজার লিটনের (৪৯) মৃতু্য ঘটে। সুরতহাল রিপোর্ট থেকে জানা যায়, দুর্ঘটনায় মাথায় ও বুকের বামপাশে আঘাত পাওয়ায় মারা যান । 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম