Logo
Logo
×

রাজধানী

মেট্রোরেল স্টেশনের সামনে প্রাইভেটকারে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০২:৪৩ পিএম

মেট্রোরেল স্টেশনের সামনে প্রাইভেটকারে আগুন

রাজধানীর কাওরানবাজারে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ির চালকসহ দুজন গাড়ি থেকে বের হয়ে যান। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত গাড়িতে আগুন লাগে। তেমন কোনো বড় সমস্যা না।

এ প্রসঙ্গে সোনারগাঁওয়ে ট্রাফিক বক্সে দায়িত্বরত সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, তিনি দায়িত্ব পালন করার সময় হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আশপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় গাড়িতে অবস্থানরত চালকসহ দুজন যাত্রী দ্রুত নেমে যাওয়ার কারণে কেউ হতাহত হননি।

অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর পর গাড়িটিকে রেকারের মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম