রাজধানীতে বাসায় গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৫:৫৬ পিএম
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়াসিন (২২)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে খিলগাঁও নন্দীপাড়া ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃত ইয়াসিনের ভাই মো. শামীম জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামে। বাবার নাম আব্দুস সাত্তার। খিলগাঁও নন্দিপাড়া ত্রিমোহনী মাদবরবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন তারা।
শামীম আরও বলেন, বাবা পল্টনে ভ্যানগাড়ি চালান। মা মোর্শেদা বেগম বাসা বাড়িতে কাজ করেন। ইয়াসিন রিকশা চালাত। সকালে বাসার সবাই যার যার কাজে বের হয়। আরেক ছোট ভাই ও ইয়াসিন বাসায় ছিল। বেলা ১১টার দিকে বাসা থেকে ফোন আসে বড় ভাই ইয়াসিন গলায় ফাঁস দিয়েছেন। দ্রুত বাসায় গিয়ে দেখি ভাই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। থানা-পুলিশকে খবর দেই। তবে কী কারণে গলায় ফাঁসি দিয়েছে তা বলতে পারছি না।
খিলগাঁও থানার এসআই এসএম আতাউর রহমান জানান, খবর পেয়ে বেলা সোয়া ১২টার দিকে ত্রিমোহনীর বাসা থেকে ইয়াসিন নামে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সে পেশায় রিকশাচালক ছিল। তবে কী কারণে গলায় ফাঁস দিয়েছে- তা বলতে পারেনি স্বজনেরা।