Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৭:২১ পিএম

রাজধানীতে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ফাইল ছবি

সিলেট, চট্টগ্রাম, ফেনী ও রাঙ্গামাটি ও কুমিল্লায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঢাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনার খবর জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। 

তবে সন্ধ্যা হয়ে গেলেও রাজধানীর তাপমাত্রা কমেনি। মেঘের দেখা মিললেও আসেনি পথ চেয়ে থাকা কাঙ্ক্ষিত বৃষ্টি।

এদিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আজ রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তিনি জানান, বিগত কয়েকদিনের যে প্রচণ্ড দাবদাহ ছিল, তা কিছুটা কমে এসেছে। ৫ মে সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে চলমান যে দাবদাহ তা কমে আসবে।

মো. ওমর ফারুক জানান, সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এই আবহাওয়াবিদ জানান, মে মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে একটি ১৬ থেকে ৩১ মে এর মধ্যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম