Logo
Logo
×

রাজধানী

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন সম্পাদক হাবিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ পিএম

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন সম্পাদক হাবিব

ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম’ এর দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। 

শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য দেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ)। 

অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক। 

নবগঠিত কমিটির সভাপতি হলেন এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহ-সভাপতি প্রতীক এজাজ (দেশ রুপান্তর), সুমন প্রমানিক (দৈনিক নাগরিক সংবাদ)
সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক অপূর্ব রুবেল (কালেরকন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ জুয়েল (বাংলানিউজ), নারী বিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (জনকন্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যান্ডার্ড)।

নির্বাহী সদস্যরা হলেন- ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), রাশেদ মেহেদী, আসিফ ইকবাল (মানবকন্ঠ), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), সাদিয়া কানিজ লিজা (আরটিভি), সাকিবুর রহমান (আরটিভি) ও মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম