Logo
Logo
×

রাজধানী

দীপ্ত টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পিএম

দীপ্ত টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে দীপ্ত টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

গ্রেফতাররা হলো- যাত্রাবাড়ী থানায় এলাকার সানি ও মো. আবুল। এদের নামে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলাও রয়েছে। ভুক্তভোগী সোহাগ দীপ্ত টিভিতে সিটি রিপোর্টার হিসেবে কাজ করছেন। 

এর আগে সোমবার দিবাগত রাতে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই রাতেই হামলার শিকার সাংবাদিক সোহাগ আহমেদ অভিযুক্ত দুইজনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। 

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মহিদুল হক মামুন।

পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিক সোহাগ দায়িত্ব পালন করাকালীন যাত্রাবাড়ী চৌরাস্তায় উল্টোদিক থেকে আসা একটা লেগুনা গাড়ির ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়েন। এ সময় তিনি উঠে লেগুনাটিকে আটক করতে গেলে গ্রেফতাররাসহ অজ্ঞাত ৭-৮ জন তাকে বাধা দেয়। একপর্যায়ে সানি ও আবুলসহ অন্যান্যরা তার ওপর হামলা করে তাকে আহত করে। ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম