![শ্যামবাজারে ‘এমভি বাঙালি' লঞ্চে আগুন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/23/image-797791-1713858727.jpg)
শ্যামবাজারে ‘এমভি বাঙালি' লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাট এলাকায় ‘এমভি বাঙালি' নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আনুমানিক দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে সদরঘাট এবং পোস্তগোলা ব্রিজের মাঝামাঝি স্থানে শ্যামপুর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, এমভি বাঙালি লঞ্চের তিন তলায় আগুন লেগেছে। লঞ্চটি ঘাটে বাঁধা ছিল। অগ্নিকাণ্ডের সময় এতে কোনো যাত্রী ছিল না।