Logo
Logo
×

রাজধানী

বাসচাপায় প্রকৌশলী মাইদুলের মৃত্যু, দায় স্বীকার চালকের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১২:৫১ এএম

বাসচাপায় প্রকৌশলী মাইদুলের মৃত্যু, দায় স্বীকার চালকের

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাইদা পরিবহণের বাসচাপায় প্রকৌশলী মাইদুল ইসলামের নিহতের ঘটনায় গ্রেফতার বাসচালক হাসান মাহমুদ হিমেল দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। 

আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহণের বাস ঢুকে যায়। এতে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল নিহত হন। এ ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম