রাজধানীতে ‘জলবায়ু ধর্মঘট’ নবায়নযোগ্য জ্বালানির মহাপরিকল্পনার আহ্বান জলবায়ু কর্মীদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৩ পিএম
ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টারপ্ল্যান (আইইপিএমপি) সংশোধন করে টেকসই-জলবায়ুবান্ধব নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা তৈরির দাবি জানিয়েছেন বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মীরা। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘জলবায়ু ধর্মঘট’ থেকে তারা এই দাবি তুলে ধরেন।
বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও সোচ্চার হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার সারা বিশ্বে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট (গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক) পালন করেছেন তরুণ জলবায়ু কর্মীরা। এর অংশ হিসাবে ঢাকায় ‘জলবায়ু ধর্মঘট’ কর্মসূচি পালন করা হয়।
বৈশ্বিক পর্যায়ে স্কুলশিক্ষার্থীদের পরিচালিত ‘ফ্রাইডেস ফর ফিউচার’-এর আন্দোলন ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’। এর সঙ্গে সমন্বয় করে ‘ফ্রাইডেস ফর ফিউচার’-এর বাংলাদেশ শাখা ও জলবায়ু সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ জলবায়ু কর্মীদের হাতে ছিল নানা ব্যানার-ফেস্টুন। এতে জ্বালানি খাতের রূপান্তর, জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন, নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা, বিভিন্ন জ্বালানিনীতির সমন্বয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিপদ নিয়ে নানা স্লোগান লেখা ছিল।
ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, মহাপরিকল্পনাটি এমন হতে হবে, যেখানে নবায়নযোগ্য শক্তির উৎসগুলো অগ্রাধিকার পাবে, যা সবার জন্য জ্বালানি ব্যবস্থার একটি ন্যায্য রূপান্তর নিশ্চিত করবে। নিশ্চিত করবে জলবায়ু ন্যায়বিচার। কর্মসূচি থেকে তরুণেরা বাংলাদেশকে জলবায়ুবান্ধব, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান।