শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০২:২২ পিএম

রাজধানীর শিশু হাসপাতালের ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট।
শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ারকর্মীরা। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, আগারগাঁওতে অবস্থিত শিশু হাসপাতালে কার্ডিওলজি বিভাগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।