Logo
Logo
×

রাজধানী

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পিএম

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, সরকারের নামে ১নং খাস খতিয়ানে রেকর্ড জমিটি দীর্ঘদিন ধরে নানা গ্রুপের অবৈধ দখলে ছিল। অভিযানে মোট ৭৭.৮০ শতক খাসজমি উদ্ধার করা হয়। একই সঙ্গে জমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড ও কাঁটাতারের বেষ্টনী নির্মাণ করে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাসজমি দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাসজমি রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম