সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় তদন্ত কমিটি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ পিএম
রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের রশি ছিঁড়ে পন্টুনে থাকা পাঁচ যাত্রী নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলাম কমিটির আহ্বায়ক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন কমিটির সদস্য। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন পেশ করবে।
আরও পড়ুন: ‘লঞ্চের রশি ছিঁড়ে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে’
ঈদের দিন দুপুরে এমভি তাশরিফ-৪ লঞ্চ ঘাটে বাঁধা ছিল। ফারহান-৬ সেটিকে ধাক্কা দিলে তাশরিফের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন, রবিউল (১৯), রিপন হাওলাদার (৩৮), মাইশা (৩), মুক্তা (২৩) ও বেলাল (২৫)।