Logo
Logo
×

রাজধানী

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় তদন্ত কমিটি 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ পিএম

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় তদন্ত কমিটি 

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের রশি ছিঁড়ে পন্টুনে থাকা পাঁচ যাত্রী নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বিআইডব্লিউটিএর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলাম কমিটির আহ্বায়ক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন কমিটির সদস্য। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন পেশ করবে।

আরও পড়ুন: ‘লঞ্চের রশি ছিঁড়ে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে’ 

ঈদের দিন দুপুরে এমভি তাশরিফ-৪ লঞ্চ ঘাটে বাঁধা ছিল। ফারহান-৬ সেটিকে ধাক্কা দিলে তাশরিফের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, রবিউল (১৯), রিপন হাওলাদার (৩৮), মাইশা (৩), মুক্তা (২৩) ও বেলাল (২৫)।

আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ গেল ৫ যাত্রীর

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম