প্রতীকী ছবি
দিনদুপুরে কদমতলীর হাসেম রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র আহত হয়েছেন।
তার নাম রমজান হোসেন জুয়েল (২১)। সে নারায়ণগঞ্জের আদমজী এম ডব্লিউ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাশেম রোডের বন্ধ সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহতের বড় ভাই বাবু হোসেন বলেন, ছোট ভাই জুয়েল দুপুরে ঘুরতে মাতুয়াইল মেডিকেলের দিকে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পথে হাশেম রোডে বন্ধ একটি সিএনজি পাম্পের সামনে তিন চার জন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে।
তার বাম হাতের কনুই এর ওপরের অংশ ছুরিকাঘাতে আহত করে সঙ্গে থাকা সাড়ে ছয় হাজার টাকা ও তার ব্যবহৃত vivo অ্যান্ড্রয়েড মোবাইলটি নিয়ে পালিয়ে যায়।পরে আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য বিকালে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আহত জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গারি দোকান ব্যবসায়ী মো. বাদশা পন্ডিতের ছেলে।বর্তমানে রায়েরবাগ হাসেম রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে।