Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে মেহেদি উৎসব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১০:০৭ পিএম

যমুনা ফিউচার পার্কে মেহেদি উৎসব

ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হাতে মেহেদির আলপনা আঁকা। আর সোমবার যমুনা ফিউচার পার্কে আসা ক্রেতা-দর্শনার্থী নারীরা বিনা মূল্যে হাত রাঙালেন। 

এদিন বিকালে মেহেদি উৎসবে হাত রাঙানোয় মেতে উঠেন তারা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে লেমন ব্রাইট এ মেহেদি উৎসবের আয়োজন করে। 

যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্ট গ্রাউন্ড ফ্লোরে মেহেদি উৎসবের উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক ড. মো. আলমগীর আলম। 

এ সময় তিনি বলেন, মেহেদি আমাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। ১২ মাসের ১৩ পার্বণে নারীরা হাতে মেহেদি লাগান। লেমন ব্রাইটের সৌজন্যে এই মেহেদি উৎসবে অংশ নেওয়ার জন্য ক্রেতা-দর্শনার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় ফাইভ স্টার শপিং মল। এখানে প্রতিটি ফ্লোরে আমরা অর্ধেকের বেশি জায়গা খালি রেখেছি মানুষের চলাচলের জন্য। এরকম  চলাচলের জায়গায় কাজী এন্টারপ্রাইজ লিমিটেড এই মেহেদি উৎসবের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের জ্যেষ্ঠ ব্র্যান্ড ম্যানেজার নাহিদা বেগম। এ সময় যমুনা ফিউচার পার্কে আসা ক্রেতা-দর্শনার্থীদের বিনা মূল্যে হাতে মেহেদি লাগাতে দেখা গেছে। এদিন রাত ১০টা পর্যন্ত মেহেদি উৎসব চলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম