Logo
Logo
×

রাজধানী

যাত্রী নেই গাবতলী বাস টার্মিনালে

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:২০ পিএম

যাত্রী নেই গাবতলী বাস টার্মিনালে

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আর হাতেগোনা কয়েকদিন বাকি থাকলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে তেমন কোনো যাত্রী নেই। যারা গাবতলীতে আসছেন তাদের বেশিরভাগই অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য কাউন্টারে এসে যোগাযোগ করছেন। 

শনিবার সরেজমিন রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। 

সরেজমিন দেখা গেছে, বেশিরভাগ কাউন্টার ফাঁকা। সকাল থেকে লোকজনের আনাগোনা কম। যাত্রীর চাপ কম থাকায় অনেকে কাউন্টার বন্ধ রেখেছেন। 

হানিফ পরিবহণের ঢাকা-বরিশাল রুটের কাউন্টার ম্যানেজার নজরুল বলেন, যাত্রী সংকটে সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের কোম্পানির কোনো বাস ছাড়েনি। পদ্মা সেতু হওয়াতে দক্ষিণাঞ্চলের সব যাত্রী সায়েদাবাদমুখী হয়েছে। রানিং কোনো যাত্রী নেই। যেসব যাত্রী আসছেন তারা ৮ ও ৯ তারিখের টিকিট বুকিং দিতে গাবতলীতে এসেছেন। 

গাবতলীর ঈগল পরিবহণের স্টাফ মানিক বলেন, গত ২ দিন বৃহস্পতি ও শুক্রবার যাত্রীর চাপ একটু বেশি থাকলেও আজ (শনিবার) তুলনামূলক চাপ কম। লম্বা ছুটির কারণে অনেকে ভেঙে ভেঙে বাড়িতে গেছে। এ ছাড়া অফিস-আদালত ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর ভিড় বাড়বে গাবতলীতে। 

গাবতলী বাস টার্মিনালের পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৮ ও ৯ তারিখ- এই দুই দিন যাত্রীর চাপ বাড়বে গাবতলীতে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম